মিরপুর রোড এলাকায় বিএসটিআইয়ের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিএসটিআই যৌথভাবে আজ ১৫ মে রাজধানীর মিরপুর রোড এলাকায় অভিযান চালিয়েছে।

এ সময় বিভিন্ন অপরাধের দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। ১১ এপিবিএনের এসআই (নিরস্ত্র) দিলুয়ারা বেগমের নেতৃত্বে একটি টিম বিএসটিআইয়ের সঙ্গে মিরপুর রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫, ২৭, ২৪ ও ৪১ ধারায় অপরাধ করার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা ও ৪টি মামলা দায়ের করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।