পুলিশি হেফাজতে দুই মাদক কারবারি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১০৫ বোতল ফেনসিডিল ও ৪৫০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ মে) জেলার কোতোয়ালি ও কেশবপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মহিলা কলেজ এলাকা থেকে ১০৫ বোতল ফেনসিডিলসহ আসামি জুয়েল বিশ্বাস (৩৩) ও মিনু আক্তার ময়নাকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা পলিথিন। ছবি : বাংলাদেশ পুলিশ

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) নূর ইসলাম জানান, কেশবপুর থানাধীন বালিয়াডাঙ্গা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে ৪৫০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আসামি সাদ্দাম হোসেন (৩৪) ও রমজান আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কেশবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।