পুলিশি হেফাজতে তিন চোরাকারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

দুই হাজার কেজি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের ছাতক থানা-পুলিশ। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত চারটি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় ছাতক থানাধীন সুরমা সেতুর টোল প্লাজার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শানুর আলী (৪০), মাসুক মিয়া (৩৫) ও কামাল উদ্দিন (২৬)। তাঁদের প্রত্যেকের বাড়ি ছাতক থানা এলাকায়।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চিনি ও সিএনজিচালিত অটোরিকশাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। চিনি আমদানি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চিনি এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাঁদের পলাতক সহযোগী রুনেল (২২) চোরাকারবারের সঙ্গে জড়িত।

এসআই নাজমুল হাসান শেখ জানান, ছাতক থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।