খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: কেএমপি

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৯৫টি ইয়াবা বড়িসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তিনটি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

সোনাডাঙ্গা

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে স্বপ্না বেগমকে (৩৮) থানার আরামবাগ এলাকার আনোয়ার চৌধুরীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে এবং তাজুল ইসলাম ওরফে তাজকে (৩৩) মনিন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে গ্রেপ্তার করা হয়।

এ দুজনের কাছ থেকে ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আড়ংঘাটা

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজারের বটতলা মোড়ে মায়ের দোয়া টেলিকম নামের বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ইলিয়াস আকুঞ্জিকে (৫৬) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সদর

খুলনা মহানগর ডিবির অন্য একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন আপার যশোর রোডের বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেডের (শিল্প ব্যাংক) সামনে পাকা রাস্তার ওপর থেকে মিন্টু শেখকে (৪৩) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে।