অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)।

বরিশাল জেলা সফরের অংশ হিসেবে শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে ১০ এপিবিএনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পুনাক কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী মুনমুন আহসানকে ফুলেল শুভেচছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম (সেবা) এবং উপঅধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা)।

অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)-এর স্ত্রী ও পুনাক কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী মুনমুন আহসানকে ফুলেল শুভেচছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান।

১০ এপিবিএনের উইন টাওয়ার পরিদর্শনের পর ইউনিটের অপারেশনাল কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

পরিদর্শনকালে তাঁরা ১০ এপিবিএনের উইন টাওয়ারে বসেন এবং অপারেশনাল কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

এর আগে তিনি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনির নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) ও বদ্ধভূমি পরিদর্শন করেন।

বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ এবং বরিশাল বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।