ঢাকার উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ) সদস্যরা একটি বিপনীকেন্দ্রে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ১১ এপিবিএনের এসআই (নিরস্ত্র) সীমা খানের নেতৃত্বে একটি টিম ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ‘কুশল সেন্টার’ নামের বিপনীকেন্দ্রে রাত্রিকালীন নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিল। রাত ৮টা ৪০ মিনিটের দিকে তারা জানতে পারেন বিপনীকেন্দ্রে ৯ বছরের ১টি ছেলে শিশু হারিয়ে গেছে। সিনহাত নামের শিশুটি তার মায়ের সঙ্গে বিপনীকেন্দ্রে এসেছিল।

১১ এপিবিএনের ডিউটিরত সদস্যরা তাকে উদ্ধার করে এবং বিপনীকেন্দ্রের সেক্রেটারি সাদ্দাম হোসেনকে (৪৮) তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে মাইকিংয়ের ব্যবস্থা করেন। মাইকিং শুনে শিশুটির মা এগিয়ে এলে ১১ এপিবিএনে সদস্যরা উদ্ধারকৃত শিশুকে বিপনীকেন্দ্রের সামনে তার মায়ের কাছে হস্তান্তর করেন।

শিশু সন্তানকে ফিরে পেয়ে মা সুমা বেগম ১১ এপিবিএনের সদস্যদের ধন্যবাদ জানান ও তাদের কাজের প্রশংসা করেন।