বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্বরে শনিবার থানার নিয়মিত মাসিক আয়োজন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। ছবি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্বরে আজ শনিবার থানার নিয়মিত মাসিক আয়োজন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম।

কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে বিএমপি কমিশনার বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা? পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার নৈতিক দায়িত্ব। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে আসছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয়ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।

শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে ওপেন হাউজ ডে’র শুরুতেই যথারীতি বিগত ওপেন হাউজ ডে’ তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সকল সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির কাছে নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম। ছবি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ

এ সময় তিনি সরেজমিনে কোতয়ালী মডেল থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ
কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ
ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা মােসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার-ট্রান্সপাের্ট সাদ্দাম হােসাইন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা-এস্টেট মাে. মেহেদী হাসান, অফিসার ইনচার্জ, কোতােয়ালি মডেল থানা, আজিমুল করিমসহ থানার সব অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশীরা।