হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করছে ৫ এপিবিএন। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা ইমরান সরকার অপু তার মোবাইল ফোন (স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস) হারিয়ে যাওয়ার পর ২৭ ফেব্রুয়ারি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ।

এরপর তিনি ৫ এপিবিএনের ফেইসবুক পেইজের (https://www.facebook.com/5APBn) মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর ৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ সাইবার টিম ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তি ব্যবহার করে জনৈক রহমতের (ছদ্মনাম) কাছ থেকে হারানো মোবাইল উদ্ধার করেন। এরপর প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি হস্থান্তর করা হয়।

এ মোবাইল ফোন ছাড়াও আজ আরো ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেগুলোর হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।