ভালো কাজের স্বীকৃতি হিসেবে একজন পুলিশের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কেএমপির কমিশনার। ছবি: বাংলাদেশ পুলিশ।

খুলনায় এক ডাকাতির মামলায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২ আসামিকে গ্রেপ্তার করার পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে ৬ জন পুলিশকে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এস এম বায়জীদ ইবনে আকবর ও খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন।

আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৫ মিনিটে কেএমপির পুলিশ কমিশনারের কার্যালয়ে মান্যবর কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা এ পুরস্কার প্রদান করেন।

খুলনা সদর থানায় দায়ের হওয়া ওই ডাকাতির মামলায় এই পুলিশরা ১টি লাল রঙের মোটরসাইকেল, ৫ লাখ ৩০ হাজার টাকা, ১টি হাতুড়ি, ১টি ছেনি, ৩ টি ছোরাসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করে।

এ ছাড়া গত ২৬ ফেব্রুয়ারি ৪ কেজি গাঁজাসহ ২ জন এবং ২২ ফেব্রুয়ারি ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ কেএমপির গোয়েন্দা পুলিশের চৌকস টিমের ৬ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেন পুলিশ কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।