প্রকৃত মালিকের কাছে মোবাইল হস্তান্তর করছেন ১২ এপিবিএন অধিনায়ক আনিছুর রহমান। ছবি: বাংলাদেশ পুলিশ

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার অপারেশনাল টিম বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার উত্তরায় এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো তুলে দেয়া হয়।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের পর হস্তান্তর করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

জানা যায়, ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আনিছুর রহমানের নির্দেশনায় সাইবার টিম আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে ৩৮টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। পরে ২৯ আগস্ট হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।