১৪ এপিবিএন সদস্যদের হেফাজতে মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারের উখিয়ার সদস্যরা। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৭, সাব ব্লক-এ/১ এর রোহিঙ্গা চিকিৎসক শফিকের শেডের পার্শ্বে কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন উখিয়া থানার মৃত করিম উল্লাহের ছেলে মোহাম্মদ আয়াস (২৪)। এ সময় তাঁর কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক কারবারির বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামানের তত্ত্বাবধানে ও ইন্টেলিজেন্স সদস্য বিজয় দে’র সহায়তায় নৌকার মাঠ ক্যাম্পের সদস্যরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।