কেএমপির লবণচরা থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। লবণচরা থানা এলাকায় ২৯ আগস্ট (মঙ্গলবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম দ্বীপ (১৯), এনায়েত (৪৫), হেমায়েত আকন (৩৫), সোহেল হাওলাদার (৩৫) ও ইমরান লস্কর (৩২)।

কেএমপির লবণচরা থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কেএমপি জানায়, কেএমপির লবণচরা থানা-পুলিশ ২৯ আগস্ট রাত পৌনে ৮টার দিকে থানার সিমেন্ট ফ্যাক্টরি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় দ্বীপ ও এনায়েতকে গ্রেপ্তার করেছে। এর পৌনে এক ঘণ্টা পরই রাত সাড়ে ৮টার দিকে থানা-পুলিশ মোল্লাপাড়া ভাজাওয়ালা গলি এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় হেমায়েত, সোহেল ও ইমরানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা হয়েছে।