হারানো ফোন মালিকদের ফিরিয়ে দিচ্ছে নড়াইল জেলা পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব ফোন হস্তান্তর করা হয়।

এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ ছাব্বিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ ছাব্বিরুল আলম জানান, ফোন হারানোর পর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। এরপর তাঁরা নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করেন। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করেন নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন ও উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ।

হারানো ফোন ফিরে পেয়ে জেলা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।