চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ছিনতাই চেষ্টার সময় পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। আলমডাঙ্গা পৌরসভার আল তায়েবার মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের শাখায় ৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ঘটনাটি ঘটেছে।

গ্রেপ্তার আসামির নাম মো. উজ্জ্বল (২৮)।

জেলা পুলিশ জানায়, ৫ অক্টোবর দুপুর পৌনে একটার দিকে আসামি উজ্জ্বল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার আল তায়েবার মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আলমডাঙ্গা শাখায় ঢুকে টেবিলের ওপর থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যাংকের কর্মরত সদস্য এবং গ্রাহকদের সহায়তায় নিয়মিত টহল ডিউটিতে থাকা আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ আলমডাঙ্গা থানায় দস্যুতার চেষ্টার অভিযোগে মামলা করেছে। তাঁর বিরুদ্ধে এর আগেও আলমডাঙ্গা থানা, ডিএমপির শাহবাগ থানা, চুয়াডাঙ্গার দর্শনা থানাসহ কয়েকটি থানায় কয়েকটি মামলা রয়েছে।