হাতিরঝিল এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার ইয়াবার প্যাকেট। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার দুজন হলেন মোছা. জমিলা আক্তার মুন্নী ও মোছা. সুমা আক্তার ওরফে সুমা।

শনিবার (৪ জুন) বেলা ৩টা ৩৫ মিনিটে হাতিরঝিল এলাকা থেকে তাঁদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য আসে, হাতিরঝিল এলাকার গাবতলা গলির মুখে দুজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০০০ হাজার পিস ইয়াবাসহ জমিলা ও সুমাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার দুজন সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

তাঁদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।