নড়াইল জেলা পুলিশে নতুন গাড়ি সংযোজন অনুষ্ঠানে এসপিসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয়তার নিরিখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের কাজের গতি ত্বরান্বিত করতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে একটি রেকার কেনেন পুলিশ সুপার (এসপি) মোহা. মেহেদী হাসান। আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে পুলিশ সুপার আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ট্রাফিক শাখার কাজকে আরও বেগবান করতে রেকারটি হস্তান্তর করেন।

পুলিশ সুপার সুসজ্জিত রেকারের চাবিটি জেলা ট্রাফিক শাখার ইনচার্জ কাজী হাসানুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
ছোট জেলা হিসেবে নড়াইলের রাস্তাঘাট সরু। এ সরু রাস্তায় ছোট রেকার জেলা ট্রাফিক বিভাগের কাজকে আরও গতিময় করবে।

গত মাসে নড়াইল জেলার এসপি মোহা. মেহেদী হাসান সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে একটি হাই-এইস গাড়ি কেনেন। গাড়িটি গত ১৮ মার্চ এসপি নিজ কার্যালয় প্রাঙ্গণে আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে জেলা গোয়েন্দা শাখার কাজের সুবিধার্থে হস্তান্তর করেন।

ওই সময় পুলিশ সুপার সুসজ্জিত (হাই-এইস) গাড়িটির চাবি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

জেলা পুলিশে নতুন সংযোজিত হাই-এইস গাড়িটি গোয়েন্দা শাখাসহ জেলার বিভিন্ন ইউনিটে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুগোপযোগী ভূমিকা পালন করছে।

ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত প্রণব কুমার সরকার, ডিআইও-১ মীর শরিফুল হক, সিসিআইসির ইনচার্জ শাহ্ দারা খানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।