নোয়াখালীর হাতিয়ায় নদী থেকে আটক ডাকাত দলের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদী থেকে শুক্রবার ভোররাতে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ভোররাত ৪টার দিকে ভোলার দৌলতখান থানার চরপাতা এলাকার ৫০ বছর বয়সী সিরাজ মাঝি ছয় মাঝি-মাল্লা নিয়ে মেঘনায় মাছ ধরে চেয়ারম্যান ঘাটে যাচ্ছিলেন। পথে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে পেছন দিক থেকে একটি বোটে আসা ১১ ডাকাত সিরাজ মাঝির নৌকায় হামলা চালান। হামলার সময় ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে পড়ে যান।

ওই সময় ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্য ডাকাতরা সিরাজ মাঝিসহ তাঁর নৌকাটি নিয়ে পালিয়ে যান। সে সময় সিরাজ মাঝির বোটের অন্য মাঝি-মাল্লারা ডাকাতের বোটটিতে উঠে যায়। পরে সিরাজ মাঝির নৌকার লোকজনের ডাকে সাড়া দিয়ে পেছন থেকে ছুটে আসে একটি বোট। সে বোটের সহায়তায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়।

আটককালে ডাকাতদের হেফাজত থেকে ২টি দা, ২টি লোহার পাত এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন নৌ পুলিশ ও কোস্টগার্ডকে খবর দিলে তাৎক্ষণিকভাবে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে।