শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মাতৃভূমিতে ফিরছেন কাল শনিবার।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন তিনি। খবর বাসসের।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তিনি ভার্চুয়াল বন্দি হিসেবে একটি থাই হোটেলে বসবাস করছেন এবং তিনি দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের বলা হয়েছে, তিনি শনিবার খুব ভোরে দেশে ফিরবেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শনিবার তাঁর ফিরে আসার পর আমরা তাঁর সুরক্ষার জন্য একটি নতুন নিরাপত্তা বিভাগ তৈরি করেছি। এই ইউনিট সেনাবাহিনী এবং পুলিশ কমান্ডোদের সমন্বয়ে তৈরি করা হয়েছে।’

শ্রীলঙ্কার সংবিধান সাবেক প্রেসিডেন্টের জন্য দেহরক্ষী, একটি গাড়ি এবং বাসস্থানের নিশ্চয়তা দেয়।