হবিগঞ্জে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ছবি: পুলিশ নিউজ

হবিগঞ্জে হতদরিদ্রদের জন্য ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার তাঁদের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি।

‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’—মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মুজিব শতবর্ষের উপহার হিসেবে হবিগঞ্জ জেলায় হতদরিদ্রদের জন্য ঘর বানানো হচ্ছে।

এ কার্যক্রমের অগ্রগতি দেখতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হবিগঞ্জে যান ডিআইজি (ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) মাহবুবুর রহমান ভূইয়া বিপিএম (বার), ডিআইজি (ওয়েলফেয়ার) মোহাম্মদ রুহুল আমিন বিপিএম ও এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট প্রজেক্ট) আলমগীর কবির পিপিএম।