শেরপুর সদর থানা-পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে শেরপুর সদর থানা-পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেরপুর সদর থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর নির্দেশনার আলোকে সদর উপজেলার ১৪০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও ইফতারসামগ্রী বিতরণ করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ পিপিএম।
অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ পিপিএম উপস্থিত ছিলেন। ছবি: বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘আপনারা গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ পুলিশের সাথে অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রন ও মাদক নির্মূলসহ বিভিন্নভাবে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে আসছেন। পুলিশের সঙ্গে আপনাদের বিশেষ সম্পৃক্ত রয়েছে। এ জন্যই আমাদের জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর নির্দেশনায় ঈদ উপলক্ষে আপনাদের মাঝে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেয়া হয়ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল। ছবি: বাংলাদেশ পুলিশ
শেরপুর সদর থানা-পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ