অতিথিবৃন্দের সঙ্গে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়েরা। ছবি : বাংলাদেশ পুলিশ

৫২তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় (স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা) জেলা পর্যায়ের হকিতে (বালক) ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। চাঁপা অঞ্চলের (রাজশাহী, রংপুর, দিনাজপুর) প্রতিনিধি হিসেবে এই গৌরব অর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার শিক্ষাপ্রতিষ্ঠানটির খেলোয়াড় ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।