সুনামগঞ্জের তাহিরপুর থানার অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি: পুলিশ নিউজ

সুনামগঞ্জের তাহিরপুর থানার অভিযানে ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ, একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন তাহিরপুর থানার চন্দ্রপুর গ্রামের সাহিবুর রহমান (৪২) ও একই থানার শিমুলতলা গ্রামের বাবুল মিয়া (৫০)।

গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন হুসনা গ্রামে তাহিরপুর থানা থেকে বাদাঘাটগামী রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আসামিদ্বয় একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিলেন। তাঁদের কাছে থাকা ট্রাকটি তল্লাশি করে চার হাজার ৮০০ কেজি (১২০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধার করা ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য চার লাখ ৮ হাজার টাকা।

গ্রেপ্তার আসামিরা জব্দ করা ভারতীয় পেঁয়াজ আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাঁদের নামে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।