জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টেস্টের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। আসন্ন এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। তাই এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি সংস্করণে পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ কারণেই টেস্টের মতো টি-টোয়েন্টি দলের দায়িত্বটাও সাকিব আল হাসানের কাঁধে তুলে দেওয়া হয়েছে। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকেও নিয়োগ দিয়েছে বিসিবি।

কিন্তু সাকিব মনে করেন, দুয়েক দিনে সব পাল্টে যাবে না। এমন ভাবাটা হবে বোকার রাজ্যে বাস করার মতো। খবর বাসসের।

ঢাকায় শনিবার ডিবিএল সিরামিকের এক অনুষ্ঠানে আসন্ন এশিয়া কাপে দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘দেখুন, আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি। যদি আমি মনে করি, এখনই একদিন-দুই দিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে, তেমনটা ভাবা হবে আসলে বোকার রাজ্যে বসবাস করা।’

তিনি আরও বলেন, ‘(যদি) বাস্তবিক চিন্তা করা হয়, তাহলে তিন মাস পর আমরা যখন বিশ্বকাপ খেলব, তখন যদি উন্নতি দেখতে পারেন, ওইটাই আসলে আমাদের আসল উন্নতি।’