(বাঁ থেকে) আসামি মো. রাসেল আহমেদ, মো. খাইরুল ইসলাম ও মো. টিপু। ছবি: পুলিশ নিউজ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে মামলার প্রধান আসামি মো. রাসেল আহমেদের (৩২) স্বীকারোক্তি অনুযায়ী বগুড়া সদরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি ড্রেন থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাঁকে বগুড়ার সদর থানায় হস্তান্তর করা হয়।

জব্দকৃত পিস্তল। ছবি: পুলিশ নিউজ

হত্যায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হলেন মো. টিপু (২৬) ও মো. খাইরুল ইসলাম (৪৮)।

২ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে বগুড়া সদরের মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জের ওপর গুলি চালানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।