করোনাভাইরাস I প্রতীকী ছবি

চট্টগ্রামে নতুন করে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমূনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর বাসসের।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনাসংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে ১৩ জানুয়ারি পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ১২ জানুয়ারি এই জেলায় ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ২২৬ ও উপজেলার ৩৪ জন। চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ৩ হাজার ৮৯২ জন। তাঁদের মধ্যে শহরের ৭৫ হাজার ৩৫১ ও গ্রামের ২৮ হাজার ৫৪১ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে এই জেলায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৫ জনই রয়েছে। তাঁদের মধ্যে শহরের ৭২৫ ও গ্রামের ৬১০ জন।