এপিবিএনের অভিযানে উদ্ধার কিশোর। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে অপহৃত কিশোর মুফিজুর রহমানকে (১৪) উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। খবর বাংলাদেশ প্রতিদিনের।

মুফিজুর নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মো. ফয়েজের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, ১১ জানুয়ারি (মঙ্গলবার) এক কিশোরকে গহিন পাহাড়ের পাদদেশে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ১২ জানুয়ারি (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের কয়েকটি দল সম্ভাব্য সব জায়গায় অভিযান চালায়। এ সময় নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের পাশে কাঁটাতারের বাইরে পাহাড়ের গহিন অরণ্য থেকে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনার সঙ্গে জড়িত দুই রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ এপিবিএন অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।