গোল উদযাপন করছেন স্প্যানিশ ফুটবলাররা। ছবি: সংগৃহীত

হারতে যেন ভুলেই গিয়েছিল ইউরোপের চ্যাম্পিয়ন ইতালি। সবশেষ ৩৭ ম্যাচে ইতালিকে হারাতে পারেনি কেউ। তবে বুধবার রাতে ঘরের মাঠ সান সিরোতে সেই অজেয় যাত্রার সমাপ্তি ঘটে। ফেরান তোরেসের জোড়া গোলে ইতালিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন। এই জয়ে নেশন্স লিগের ফাইনালে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচে প্রথম সুযোগটা ইতালিই পায়। তবে ফেদেরিকো চিয়েসার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন উনাই সিমোন। ১৫তম মিনিটে মার্কোস আলনসোর ক্রস বিপজ্জনক জায়গায় পেয়ে যান পাবলো সারাবিয়া। তবে তাঁর শট ঠেকিয়ে ইতালির ত্রাতা আলেস্সান্দ্রো বাস্তোনি। এর দুই মিনিট পরেই তোরেসের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় স্পেন।

৪২তম মিনিটে বড় ধাক্কা খায় ইতালি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বোনুচ্চি। একজন কম নিয়ে খেলা ইউরো চ্যাম্পিয়নরা আরও পিছিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। ওইয়ারসাবালের চমৎকার ক্রসে অরক্ষিত তোরেস নিখুঁত হেডে খুঁজে নেন জাল।

৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেই ফেলেছিল এনরিকের দল। ইয়েরেমি পিনোর দারুণ ক্রসে দূরের পোস্টে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি ওইয়ারসাবাল। ৭৮তম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন আলনসো। তাঁর শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন দোন্নারুম্মা।

৮২তম মিনিটে প্রতি আক্রমণে দারুণ এক গোলে ব্যবধান কমায় ইতালি। বাকি সময়ে স্পেনকে বেশ চাপে রাখে ইতালি। কিন্তু ভাঙতে পারেনি সফরকারীদের রক্ষণ।

আগামী রোববারের ফাইনালে বেলজিয়াম ও ফ্রান্সের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে স্পেন।