পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

বাংলাদেশর পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ৬ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়েছেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পিবিআই হেডকোয়ার্টার্সে অুনষ্ঠিত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্তদের স্ত্রীগণ। এ সময় পিবিআই প্রধানের স্ত্রী ডা. জয়া মল্লিক র‌্যাংক ব্যাজ পরাতে সাহায্য করেন।

এক পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ কর্মকর্তা হলেন মো. হুমায়ূন কবীর, মো. ইকবাল, মো. আতিকুর রহমান মিয়া পিপিএম ও মো. মাহফুজুর রহমান। পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ২ কর্মকর্তা হলেন মীর মো. শাফিন মাহমুদ ও মহিউদ্দিন মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. গোলাম রউফ খান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (পূর্বাঞ্চল) মো. সায়েদুর রহমান, পিবিআই ঢাকা বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল ও মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার (লজিস্টিকস) কাজী আখতার উল আলম প্রমুখ।

এক পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

পদোন্নতিপ্রাপ্তদের উদ্দেশে পিবিআইয়ের প্রধান বলেন, বাংলাদেশ পুলিশে এবারই প্রথম র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সহধর্মিনীগণ উপস্থিত থাকার প্রথা চালু হয়েছে।