এক প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনসের প্রশিক্ষণ ভেন্যুতে কনস্টেবল ও নায়েকদের ’দক্ষতা উন্নয়ন কোর্স’-এর সপ্তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এক নারী প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আয়োজিত এক সপ্তাহব্যাপী এই কোর্সের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

এ সময় কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

বক্তব্য দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) শেখ ইমরান, সহকারী পুলিশ কমিশনার (আরও) মো. আজম খান এবং প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ