কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল উন্মোচন করেছে ফিফা। নতুন এই বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিলম’। এর আগে অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত বলের নাম ছিল ‘আল রিহলা’।

আরবি ভাষায় আল হিলমের অর্থ হচ্ছে ‘দ্য ড্রিম’ বা স্বপ্ন। বলটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে এডিডাসের সর্বাধুনিক প্রযুক্তি। ‘আল রিহলা’ বা ‘দ্য জার্নি’ নামের আগের বলটিতেও একই প্রযুক্তি ব্যহৃত হয়েছিল।

অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি যুক্ত থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই।

বলের মধ্যে আইডএমইউ সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা ডাটার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে, যাতে স্বয়ংক্রিয়ভাবে অফসাইড শনাক্ত করা যায়। বিশেষ করে ম্যাচের উত্তেজনাপূর্ণ সময়ে অফসাইডের নির্ভুল তথ্য মুহূর্তেই সরবরাহ করতে পারে এই প্রযুক্তি।