সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ও বিকাশের টাকা প্রাপকদের কাছে হস্তান্তর করা হয়। ছবি: পুলিশ নিউজ

দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ৬০টি মোবাইলফোন, ভুলবশত বা প্রতারণার শিকার হয়ে অন্যের নম্বরে পাঠানো ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ টাকা মালিকদের কাছে ফেরত দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে বুধবার এসব ডিভাইস ও টাকা হস্তান্তর করা হয়।

মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এসপি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসপি সবার উদ্দেশে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার পরামর্শ দেন। তিনি ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।