https://wordpress-635790-2068662.cloudwaysapps.com/wp-content/uploads/2022/02/IMG-20220202-WA0026-1.jpg

‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই (সকাল ও দুপুর)। প্রথম-দ্বাদশ (Without Math)। স্থান: জহুরুলনগরের আশপাশে, বগুড়া। মো. আলমগীর কবির, পেশা: বেকার।’
টিউশনির জন্য দেয়ালে এমন বিজ্ঞাপন সাঁটিয়েছিলেন বগুড়ার আলমগীর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। বিষয়টি নজরে আসে পুলিশেরও। এর পরিপ্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে ডাকা হয়েছিল আলমগীরকে।

এসপি কার্যালয়ে গিয়ে আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তাতে সত্যি সত্যিই মনে হয়েছে তাঁর চাকরির দরকার। এর পরিপ্রেক্ষিতে সুপারশপ স্বপ্নের বগুড়ার আউটলেটে তাঁর চাকরির ব্যবস্থা করছে পুলিশ।

এ বিষয়ে বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আলমগীরের ওই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করার জন্য তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কথা বলে মনে হয়েছে, তাঁর চাকরি আসলেই প্রয়োজন। তাকে এ-ও বলেছি, এমন করে বিজ্ঞাপন কেন দিতে গেলেন?’

তিনি আরও বলেন, ‘আমরা তাঁকে স্বপ্ন সুপারশপে চাকরির ব্যবস্থা করছি। তবে কোন পদে চাকরি হচ্ছে, তা এখনো নিশ্চিত করা হয়নি। তাঁর যোগ্যতা যাচাই করে পদ নির্ধারণ করা হবে।’