বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬৩ জন কর্মকর্তাকে সিনিয়র পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ২ ফেব্রুয়ারি (বুধবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তানভীর ভূঞা, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম, দিনাজপুরের সহকারী পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব, পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশিদ, অ্যান্টি টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর পিপিএম, এসবির সহকারী পুলিশ সুপার সৈয়দ সফিকুল ইসলাম পিপিএম, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. কায়সার আলী, এসবির সহকারী পুলিশ সুপার মো. কামরুল আহসান, খুলনার রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার মিহির কুমার দাস, রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. জাহাংগীর আলম, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. রহুল আমিন পিপিএম (প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত), র্যাবের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, র্যাবের সহকারী পুলিশ সুপার শ্যামল চৌধুরী বিপিএম-সেবা (সিলেট মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার পদে বদলির আদেশাধীন), র্যাবের সহকারী পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমান পিপিএম (রংপুর মেট্রোপলিটন পুলিশে সহকারী কমিশনার পদে বদলির আদেশাধীন), এসবির সহকারী পুলিশ সুপার এএইচ এনায়েত উদ্দিন পিপিএম, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পটুয়াখালীতে সহকারী পুলিশ সুপার পদে বদলির আদেশাধীন), র্যাবের সহকারী পুলিশ সুপার আবু মাহরুফ মো. শাহনুর পিপিএম-সেবা (ব্রাহ্মণবাড়িয়ায় ডিএসবির সহকারী পুলিশ সুপার পদে বদলির আদেশাধীন), ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, এসবির সহকারী পুলিশ সুপার খান মো. সিরাজুল ইসলাম পিপিএম-সেবা, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আতাউর রহমাসন বিপিএম-সেবা (প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত), সিআইডির সহকারী পুলিশ সুপার এ কে এম আবুল বাছের, সিআইডির সহকারী পুলিশ সুপার নূর নবী, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল গফুর মকফুর রহমান পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মাইনুল আবছার, এসবির সহকারী পুলিশ সুপার আ. বাছেত, ডিএমিপর সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান, র্যাবের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা (রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে বদলির আদেশাধীন), শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সামিউল আলম পিপিএম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. তাইজুল ইসলাম, বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান তরফদার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শাহজাহান কবির বিপিএম-সেবা (প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত), সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ইসমাইল পিপিএম-সেবা, সিলেটের সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খাঁন, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. হাসান শামীম ইকবাল, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, নৌপুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, এসবির সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন পিপিএম-সেবা, এসবির সহকারী পুলিশ সুপার মোস্তফা মনজুর মাহমুদ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ, বরগুনার সহকারী পুলিশ সুপার সমীর সরকার, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. মাহাবুব উল ইসলাম, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার উত্তম কুমার চক্রবর্তী, পুলিশ টেলিকমের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, এসবির সহকারী পুলিশ সুপার কাজী মো. মাহফুজুল করিম, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. খাইরুল ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ছরোয়ার জাহান সরকার এবং টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল মতিন।