মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

নতুন যাত্রীবাহী ট্রেন চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।

রোববার (৪ জুন) নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে এর উদ্বোধন করেন শেখ হাসিনা। খবর বাসসের।

আধুনিক সুযোগ-সুবিধাসহ ৮০০ জন যাত্রী বহনে সক্ষম নতুন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।

হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্যবোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল করছে।

মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে মাননীয় রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বক্তব্য দেন।