মা হালিমা বেগমের সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার, পিপিএম (বার)-এর মা হালিমা বেগম আজ ২৪ ডিসেম্বর (শুক্রবার) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হালিমা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাহাড়া গ্রামে ২৪ নভেম্বর বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আইজিপির শোক
এসবি প্রধান মনিরুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।