সুনামগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া নয়জন। ছবি: সুনামগঞ্জ জেলা পুলিশ

সুনামগঞ্জ সদর থানাধীন এলাকায় জুয়া খেলার সরঞ্জামসহ ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ইনাতনগর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই রিয়াজ উদ্দিন, এএসআই আরিফ হোসেন, কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স ওই গ্রামের তৈয়বুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় জহিরুল, সামছু, সোহেল মিয়া, মোছদ্দর আলী, আরজ আলী, আজফর আলী, মো. জাসদ মিয়া, রিয়াজ উদ্দিন, সোহেদ আহমদ এবং সানু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত তাস ১৩৬টি, ৬১,৬৮০ টাকা, পাঁচ প্যাকেট সিগারেট, একটি শীতলপাটি, তিনটি প্লাস্টিকের পাটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।