ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ কেজি ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় ছাতক থানাধীন তাজপুর গ্রামে ছাতক থেকে গোবিন্দগঞ্জগামী সড়কে অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম (২১) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি পালিয়ে যান। ঘটনাস্থলে গ্রেপ্তার আসামিসহ পলাতক আসামিদের হেফাজতে থাকা ৩টি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৬৮ বস্তা (৮৪০০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
পরে ৩টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামি ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত বা অন্য কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি । জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, তিনিসহ পলাতক আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে এনেছেন।

তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।