জগন্নাথপুর থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৩ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা-পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল থেকে শনিবার (৬ মে) সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় জেনারেল রেজিস্টার (জিআর) পরোয়ানাভুক্ত ১২ জন, কমপ্লেইন্ট রেজিস্টার (সিআর) পরোয়ানাভুক্ত ৬ জন, অন্যান্য মামলায় ৬ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ১২ জন, ১৫১ ধারায় দুজন, পুলিশ আইনের ৩৪ ধারায় পাঁচজন আসামিসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টার অভিযানে ৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।