সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়েছে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা। শুধু তা-ই নয়, আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম বুরহান উদ্দিন ওরফে তেরাই মিয়া।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দরগাপাশা ইউনিয়নের ইশাখপুর গ্রামে আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে লন্ডন প্রবাসী আব্দুল বাহার এবং জুনু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধ সমাধানে ২ জুন স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে বসে মীমাংসার কথা ছিল। এর আগে শান্তিগঞ্জ থানা-পুলিশ ৩১ মে রাতে খবর পায়, জুনু মিয়ার লোক বুরহান উদ্দিন তার বাড়িতে আব্দুল বাহারের লোক জামাল উদ্দিনকে অস্ত্রসহ আটক করেছে। ওই খবরের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় পাইপগান ও একটি স্মার্টফোন জব্দ করে এবং জামালকে উদ্ধার করে।

ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে বুরহানের দেওয়া তথ্যে পুলিশের সন্দেহ হয়। এরপর বুরহানকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, জামালকে অস্ত্র মামলায় ফাঁসাতে তিনি ফাঁদ পেতেছিলেন। এ ঘটনায় বুরহানসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।