সুনামগঞ্জের মধ্যনগরে ১২০০ কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার হওয়া দুজন । ছবি: সুনামগঞ্জ জেলা পুলিশ

সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ১২০০ কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ওই থানাধীন সোমেশ্বরী নদীর দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মো. শামীম আল মামুন ও রফিজুল মিয়া বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সুমেশ্বরী নদীর দক্ষিণ পাড়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে রতন মিয়া ও আব্দুল জলিল মিয়াকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ বস্তা ভারতীয় চিনি, যার প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। আসামিরা ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। প্রাথমিকভাবে জানা যায়, ওই ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত চিনি চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে।

এ ঘটনায় মামলা হয়েছে। ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।