কিশোরগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে এক ভুয়া সিআইডিকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে ১২ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. রুবেল মিয়া (২১)।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, ১২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ সদর থানার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাসস্ট্যান্ডের মোড়ে আইয়ুব আলী নামের এক ব্যক্তির মালিকানাধীন ‘আব্বাসিয়া’ খাবার হোটেলে আসামি রুবেল মিয়া নিজেকে সিআইডির জুনিয়র ইনচার্জ অফিসার পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ এনে জরিমানা হিসেবে ২০ হাজার টাকা দাবি করেন। এতে হোটেল মালিক এবং হোটেলে থাকা লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া আইডি কার্ড, একটি স্ট্যাম্পের ফটোকপি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।