সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বিক্ষোভ চলছে। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের পর সেখানে সাহায্য বন্ধ করল বিশ্বব্যাংক। খবর বাংলাদেশ প্রতিদিনের।

এদিকে, সুদানকে ব্লক থেকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন। বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে এবং অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহানের ওপর চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুদানে গত সোমবার (২৫ অক্টোবর) রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করেছে বিশ্বব্যাংক।

এতে দেশটির অর্থনীতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।