রোনাল্ড কোম্যান। ছবি : সংগৃহীত

অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল বার্সেলোনা কর্তৃপক্ষের। প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করল ক্লাবটি। খবর ইত্তেফাকের।

বার্সেলোনায় যুক্ত হওয়ার ১৪ মাসের মাথায় চাকরিচ্যুত হলেন তিনি।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ক্লাবটি।

চলতি মৌসুমে লা লিগায় দশটি ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুবার পরাজিত হয়েছে। বর্তমানে লা লিগায় ক্লাবটির অবস্থান নবম স্থানে।

এমনকি গত রোববার মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠ নু ক্যাম্পে ২-১ গোলের ব্যবধানে হেরেছে কোম্যানের শিষ্যরা। সর্বশেষ গতকাল রাতে রায়ো ভ্যালেকানোর কাছেও ১-০ গোলে পরাজিত তারা। এরপরই ডাচ কোচকে বরখাস্ত করার ঘোষণা দিলো বার্সেলোনা।

বিবৃতিতে বলা হয়েছে, ভ্যালেকানোর কাছে পরাজয়ের পরই কোম্যানকে ক্লাবের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেবেন কোম্যান।