আল্পস পার্বত্য অঞ্চলের সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া অংশে তুষারধসে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটক রয়েছেন। তারা মূলত স্কি করতে সেখানে গিয়েছিলেন। খবর বিবিসির।

মারাত্মক তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে, যা দেশটিতে আবহাওয়াজনিত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হলেও রাজধানী ভিয়েনার স্কুলগুলোতে ছুটি থাকায় পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলোতে ভিড় জমান পর্যটকরা।

গত রোববার (৫ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার পুলিশ সেখানে পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবর জানায়। এর আগের দিন শনিবার নিউজিল্যান্ডের ১৭ বছরের এক কিশোর, চীনের ৩২ বছরের একজন এবং জার্মানির ৫০ বছরের একজন স্কি করার সময় তুষারধসে চাপা পড়ে মারা যান।

সুইজারল্যান্ড কর্তৃপক্ষ জানায়, গত শনিবার সকালে ৫৬ বছরের এক নারী এবং ৫২ বছরের একজন পুরুষ স্কি করার সময় তুষারের নিচে চাপা পড়ে মারা যান।