নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে মতবিনিময় সভায় প্রধান অতিথি জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিপিএএ, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএমসহ অংশগ্রহণকারীরা। ছবি: পুলিশ নিউজ

সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও নৌপথ সুরক্ষায় নৌ পুলিশের গৃহীত কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিপিএএ।

নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে মঙ্গলবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সভায় সভাপতিত্ব করেন। এতে নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিরা, নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপাররা, সহকারী পুলিশ সুপাররা সরাসরি ও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভার শুরুতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জননিরাপত্তা বিভাগের সচিবকে নৌ পুলিশ হেডকোয়াটার্সে স্বাগত জানান। তিনি নৌ পুলিশের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

নৌ পুলিশ হেডকোয়াটার্সের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে সচিবের সামনে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ‘নৌ পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার কারণে নৌপথে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিমাণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং নৌপথে যেকোনো প্রয়োজনে প্রথম সাড়াদানকারী ইউনিট হিসেবে নৌ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।’

সভায় জননিরাপত্তা বিভাগের সচিব তাঁর বক্তব্যে বলেন, ‘নৌপথে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও নৌ পুলিশ যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ রক্ষায় নৌ পুলিশের গৃহীত বিভিন্ন কাজের বিষয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং নৌ পুলিশের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।