হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: হাইওয়ে পুলিশ

গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা না থাকায় ব্যক্তিগত গাড়ি চালানোর সময় ভুল করে বসেন নতুন চালকেরা। তাঁদের জন্য কিছু বার্তা দিয়েছে হাইওয়ে পুলিশ।

মহাসড়ক নিরাপদ করতে নিরন্তর প্রচেষ্টারত হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টারে বলা হয়, ‘সামনের আয়না ঠিক করে গাড়ি স্টার্ট করুন। নতুন চালকদের ক্ষেত্রে এই ভুল হওয়াটা খুবই স্বাভাবিক।’

এতে আরও বলা হয়, ‘নিরাপদে গাড়ি চালানোর জন্য সামনের আয়না ঠিক করে বসা অনেক জরুরি। আর যদি গাড়ি চালানোর সময় আয়না ঠিক করতে যান, তাহলে বেধে যেতে পারে বিপত্তি। তাই গাড়ি চালানোর সময় নয়, গাড়ি স্টার্ট দেওয়ার আগে আয়না ঠিক করে নেবেন।’