চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। ছবি: টিআরটি ওয়ার্ল্ড

শস্য রপ্তানি অবরোধ মুক্ত করার পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে শুক্রবার একটি চুক্তিতে সই করেছে ইউক্রেন ও রাশিয়া।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বসফরাস প্রণালির অদূরে তুরস্কের ইস্তাম্বুলের বিশাল দোলমাবাহচে প্রাসাদে শস্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাসসের।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, গুতেরেস এবং ইউক্রেন ও রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণের পর বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধি এবং বিশ্বের কয়েকটি দরিদ্র দেশের মানুষ অনাহারের মুখোমুখি হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে এই চুক্তি হয়।

লড়াইরত ইউক্রেন এবং রাশিয়া ইউরোপের সবচেয়ে উর্বর অঞ্চল।

ইউক্রেনের বন্দরে আড়াই কোটি টন গম ও অন্যান্য শস্য অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার যুদ্ধজাহাজ ও ল্যান্ডমাইন।