মাদাগাস্কারের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। বেশ কয়েক জন এখনও নিখোঁজ। খবর বাসসের।

রিভার অ্যান্ড মেরিটাইম পোর্ট এজেন্সি (এপিএমএফ) জানিয়েছে, রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তসোহিহির কাছে লোজা নদীতে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় নৌকাটিতে ৩৫ জন যাত্রী ছিল। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

এপিএমএফের ডিরেক্টর জেনারেল জিন এডমন্ড রন্দ্রিয়ান্তেনা বলেন, অন্যান্য যাত্রীদের কী হয়েছে, তা আমরা এখনও জানি না। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

যাত্রীবাহী নৌকাটি অম্বিকি থেকে যাত্রা করার সময় একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। যাত্রীবাহী নৌকায় আলো না থাকায়, এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে রন্দ্রিয়ান্তেনা মন্তব্য করেছেন। তিনি বলেন, সংঘর্ষের পর কার্গো জাহাজটি পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা এটিকে ধরে ফেলেছি। পুলিশ ক্রুদের জিজ্ঞাসাবাদ করছে।