জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সাতজন পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালন করেছে সিলেট জেলা পুলিশ।

দিনটি উপলক্ষে শনিবার (৯ মার্চ) সিলেট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের (৩৯) মাননীয় সংসদ সদস্য রুমা চক্রবর্তী, সিলেট সিটি করপোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে সিলেট পুলিশ লাইনসে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ। পরে জীবন উৎসর্গকারী সাতজন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খান তাঁরা।