৭ এপিবিএনের হাতে গ্রেপ্তার চার যুবক। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪ যুবককে গ্রেপ্তার করেছেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

জানা গেছে, ১ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার সময় বিমানবন্দরের টার্মিনালের প্রবেশ গেটের সামনে
এপিবিএন পুলিশ, আনসার সদস্য ও সিভিল এভিয়েশনের সদস্যরা ডিউটি করছিলেন। এ অবস্থায় হঠাৎ কয়েকজন যুবক একটি টয়োটা সিএইচআর হাইব্রিড মেরুন রঙের গাড়ি (নং ঢাকা মেট্রো-ঘ-১৭-৮৪৮৯) করে এসে প্রবেশ গেটের সামনে টিকটক ভিডিও ধারণ এবং জোর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় এপিবিএন পুলিশ এবং আনসার সদস্যরা তাদের ভেতরে যেতে নিষেধ করলে তাঁরা উগ্র মেজাজ দেখিয়ে পুলিশ ও আনসার সদস্যদের গালাগাল শুরু করেন এবং তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে ২ জন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্য আহত হন। পরে ৭ এপিবিএনের সদস্যরা ৪ যুবককে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন জাবেল আলী (২৫), মো. জুয়েন (৩৪), জুমেন(২১) ও আব্দাল (১৯)।
গ্রেপ্তার যুবকদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজহার দায়ের হয়েছে।